১। 3.92 N ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms-2 ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5N। (ম.বো.২৩)
ক) বল কাকে বলে?
খ) পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শুন্য কেন? বুঝিয়ে লিখ।
গ) গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
ঘ) ঘর্ষণযুক্ত ও ঘর্ষণহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ন করো।