Notre Dame College Admission Question 2020
Physics
১। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-
- আকারে লক্ষ্যবস্তুর সমান
- পর্দায় গঠন করা যায়
iii. দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) i,iii গ) ii,iii ঘ) i,ii,iii
২। ভরবেগের মাত্রা সমীকরণটি লিখঃ
৩। আপেক্ষিক তাপ কিসের বৈশিষ্ট্য?
ক) বস্তুর খ) উপাদানের গ) তাপের ঘ) আয়তনের
৪। সংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি?
- তড়িৎ বল
- স্প্রিং বল
iii. মহাকর্ষ বল
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) i,iii গ) ii,iii ঘ) i,ii,iii
৫। শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
৬। নিচের কোনটি তাপমাত্রিক ধর্ম?
ক) আয়তন খ) চাপ গ) রোধ ঘ) সবগুলো
৭। কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান থাকে?
৮। শব্দতরঙ্গ কি ধরনের তরঙ্গ?
৯। বইয়ের লেখা স্পষ্টভাবে পড়তে কি লেন্স ব্যবহার করা হয়?
১০। চোখের ডাক্তার চোখ দেখার জন্য কি ধরনের আয়না ব্যবহার করেন?
উত্তর সহ বিগত বছরের সকল প্রশ্ন পেতে “NDC Question Bank” প্যাকটি কিনুন।