১। আন্তঃআণবিক বল কাকে বলে? (ব.বো.২৩)
উত্তরঃ পদার্থের অণুগুলো নির্দিষ্ট দূরত্বে থেকে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে আন্তঃআণবিক বল বলে।
২। বন্ধন শক্তি কাকে বলে? (সি.বো.১৯)
উত্তরঃ যে শক্তির কারণে অণুতে পরমাণুসমূহ একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে।
৩। স্থিতিস্থাপক বিভবশক্তি কাকে বলে?
উত্তরঃ বাহ্যিক বল অপসারিত হলে কোনো বস্তু আগের আকার ফিরে পায় এবং এতে সঞ্চিত বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, একে স্থিতিস্থাপক বিভব শক্তি বলে।
৪। স্থিতিস্থাপকতা কাকে বলে? (ঢা.১৫,কু.১৫.সি.২৪)
উত্তরঃ বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েই পরিবর্তিত হয় আবার বল অপসারণ করলে বস্তুর যে ধর্মের কারণে পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে।