এইচএসসি পদার্থবিজ্ঞান
অধ্যায় ৭: পদার্থের গাঠনিক ধর্ম
(বোর্ড এ আসা প্রশ্নাবলী)
১। দীপ গবেষণাগারে 6m দৈর্ঘ্যের ও 0.6 mm ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের শেষ প্রান্তে পর্যায়ক্রমে 25 kg ভর ঝুলিয়ে দেওয়ার পর উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ পাওয়া গেল যথাক্রমে 0.026 m এবং 0.325m [Ys= (সি.বো.১৯)
ক) বন্ধন শক্তি কাকে বলে?
খ) আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআনবিক দূরত্বের সম্পর্ক ব্যাখা করো।
গ) প্রসারিত অবস্থায় ইস্পাতের তারের মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের কোন তারের ভার নেওয়ার সামর্থ্য বেশি? গানিতিকভাবে বিশ্লেষণ করো।
২। একটি স্টিল তারের উপর 10N বল প্রয়োগ করায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। বলের পরিবর্তনের ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। (ব.বো.১৯)
ক) পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি?
খ) কোনো তারের দৈর্ঘ্য অর্ধেক করলে তারের অসহ বলের কি পরিবর্তন ঘটে?
গ) উদ্দীপকে প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃতকাজ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
পরিক্ষা দিতে ও সকল প্রশ্ন+সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।