HSC Chemistry 1st Paper Chapter 2 Question

জ্ঞানমূলক প্রশ্নসমূহ

বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নাবলী

১। অরবিটাল কি?                                                                                             (কু’,চ’বো-১৭)

উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও সুনির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেক্ত্রন মেঘের সর্বাধিক অবস্থানের সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে।

২। অরবিট কি?                                                                                                (চ’-১৭)

উত্তরঃ বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর বাইরে ইলেক্ট্রনগুলো আবর্তনের জন্য যে কিছু সুনির্দিষ্ট স্থির ও বৃত্তাকার কক্ষপথ রয়েছে তাকে অরবিট বলে।

৩। হুন্ডের নীতি কি?                                                                                                                         (দি’১৭)

উত্তরঃ সমশক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেক্ট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন সর্বাধিকভাবে তারা অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম ইলেক্ট্রনগুলোর স্পিন একই দিকে হয়।

৪। আলফা কণা কি?                                                                                                                       (রা’বো-১৬)

উত্তরঃ দুটি প্রোটন ও দুটি নিউট্রনের সমন্বয়ে গঠিত হিলিয়াম নিউক্লিয়াসই হচ্ছে আলফা কণা।

৫। সম আয়ন প্রভাব কি?                                                                                      (ঢা’বো-১৬)

উত্তরঃ যে প্রক্রিয়ায় দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একটি মৃদু ও একটি তীব্র হয় এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা হ্রাস পায় তাকে সমআয়ন প্রভাব বলে।

৬। পলির বর্জন নীতি কি?                                                                             (কু’বো-১৫)

উত্তরঃ একটি পরমাণুর চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারেনা, অন্তত একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে হবে।

৭। ক্রোমাটোগ্রাফি কি?

উত্তরঃ যে পদ্ধতিতে কোনো মিশ্রণের উপাদানকে একটি স্থির ও একটি চলমান দশার মাধ্যমে পৃথকীকরণ করা হয় তাকে ক্রোমাটোগ্রাফি বলে।

৮। Rf কি?

উত্তরঃ পেপার ক্রোমাটোগ্রাফিতে উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে Rf দ্বারা প্রকাশ করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *