- কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, উক্ত বস্তুর ভরবেগ বাড়বে-
ক) 100% খ) 150% গ) 200% ঘ) 400%
- একটি পানিপূর্ণ কূয়ার গভীরতা 12 m এবং ব্যাস 1.8 m। একটি পাম্প 24 মিনিটে কূয়াটিকে পানিশূন্য করতে পারে। পানির ঘনত্ব 1000 kg/m3 হলে পাম্পটির ক্ষমতা কত?
ক) 1.67 H.P. খ) 3.34 H.P. গ) 6.68 H.P. ঘ) 26.72 H.P.
- একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘণ্টায় পানি 50 m উচ্চতায় উঠানো হয়। 70% ক্ষমতা ক্ষয় হলে এর অশ্বক্ষমতা নির্ণয় করো।
ক) খ) 6516 H.P. গ) ঘ) 3649 H.P. ঙ) 6251 H.P.
- একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 m প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে?
ক) 1.67 cm খ) 0.02 m গ) 1.33 cm ঘ) 0.022 m
- 20,000 kg ভরের একটি গাড়ীর ইঞ্জিনের ক্ষমতা 560 H.P ও কর্মদক্ষতা 80%। গাড়িটিকে স্থির অবস্থা থেকে 25 m/s বেগে আনতে নূন্যতম কত সময় লাগবে? (1 HP = 0.746 kW)
ক) 3.74 sec খ) 6 sec গ) 18 sec ঘ) 37.4 sec ঙ) 374 sec
- পৃথিবী পৃষ্ঠ হতে 5 km উপরে কিছু মেঘ ভেসে আছে। ঐ মেঘ বৃষ্টিরূপে নেমে এসে ভূপৃষ্ঠে 100 km2 স্থানে গভীরতার পানি সৃষ্টি করতে পারে। উক্ত পানিকে আবার মেঘে পরিণত করতে কত কাজের প্রয়োজন?
ক) খ) গ) ঘ) ঙ)
- নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে 1 এবং 21। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত?
ক) 1 : 2 খ) গ) ঘ) 2 : 1
- 60 kg ভরের একজন লোক প্রতিটি 15 cm উঁচু 50 টি সিঁড়ি 20 s- এ উঠাতে পারে। লোকটির অশ্বক্ষমতা কত?
ক) 0.396 hp খ) 0.496 hp গ) 0.596 hp ঘ) 0.296 hp
- ভূমির সাথে 30° কোণে আনত একটি মসৃণ তল AB এর সর্বোচ্চ বিন্দু A থেকে একটি বস্তু মসৃণভাবী গড়িয়ে 10s পরে B বিন্দুতে আসল। ভূমি হতে A- এর উচ্চতা কত?
ক) 212.25 m খ) 122.2 m গ) 368.48 m ঘ) কোনটি নয়
ক) 13.63J খ) গ) ঘ) ঙ) 14.73J
- 25 N বল কোনো স্প্রিংকে টেনে 10 cm বৃদ্ধি করে। স্প্রিংকে 8 cm প্রসারিত করলে কত কাজ সম্পন্ন হবে?
ক) 0.8 J খ) 0.8 N m গ) (ক) ও (খ) উভয়ই ঘ) কোনটিই নয়
- 80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে?
ক) 50 m খ) 56 m গ) 61 m ঘ) 64 m
- পৃথিবীর পৃষ্ঠের 20 m নিচ থেকে মোটর পাম্পের সাহায্যে পানি টেনে উঠানো হয় এবং প্রতি মিনিটে 600 kg পানি নির্গত হয়। যদি পানি বাইরে আসার বেগ হয়, মোটর পাম্পের ক্ষমতা কত?
ক) 1.96 kW খ) 2 kW গ) 2.085 kW ঘ) 125 kW ঙ) 2.085 kW
- একটি কূপ থেকে 20 m উপরে পানি তোলার জন্য 3 KW এর একটি পাম্প ব্যবহার করা হয়। পাম্পের দক্ষতা 87.7% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে?
ক) 1610 L খ) 805 L গ) 402 L ঘ) 201 L ঙ) 100 L
- একটি জল বিদ্যুৎ কেন্দ্রের বাধের গভীরতা 20 m। প্রতি সেকেন্ডে কত কেজি পানি অবশ্যই টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে এটি 0.5 MW বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
ক) খ) গ) ঘ)
ঙ)