যশোর বোর্ড ২০২৩
১। 20 kg ও 30 kg ভরের দুইটি বস্তু A ও B পরস্পর হতে 10 m দূরত্বে স্থির অবস্থায় আছে। A বস্তুর উপর বল প্রয়োগ করায় তা B বস্তুর দিকে 10 m/s বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 m/s বেগে চলমান থাকে।
ক) মহাকর্ষ কি?
খ) ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
গ) উদ্দীপকের আলোকে বস্তু দুইটির মধ্যবর্তী মহাকর্ষীয় বল নির্ণয় করো।
ঘ) উপরের ঘটনাটি ভরবগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা – গাণিতিক ভাবে বিশ্লেষণ করো।