প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ প্রথম ধাপ
১. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?
ক. আইএসআই খ. মোসাদ গ. ‘র‘ ঘ. কেজিবির
২. What type of noun is kindness?
ক. Proper খ. common গ. abstract ঘ. Material
৩. কত মিলিয়নে ১০ কোটি?
ক. ১০০০ খ. ৫০ গ. ১০ ঘ. ১০০
৪. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক. ৫০০১ খ. ৫০৫০ গ. ৫৫০১ ঘ. ৪৯৯৯
৫. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে?
ক. ২০ খ. ৫ গ. ১০ ঘ. ১৫
৬. লুপ্ত সংখ্যাটি কত? ৮১,২৭, —৩,১
ক.১২ খ. ১৫ গ. ৬ ঘ. ৯
৭. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
ক. ভাব খ. পদ গ. বর্ণ ঘ. ধ্বনী
৮. ১ কে দুই ভাগ করলে কত হয়?
ক. ০.৫০ খ. ০.৫০০ গ. সবগুলোই ঘ. ১/২
৯. ০.৪×০.০২ ×০.০৮= কত?
ক. ০.০০০৬৪ খ. ০.০০৬৪০৪ গ. ০.০০০০৬ ঘ. ০.০০৬৪
১০. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
ক. ফ্রিল্যান্ড খ. ইংল্যান্ড গ. পোল্যান্ড ঘ. নেদারল্যান্ড
১১. একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার ২ মিটার ও ১০০ মিটার। জলাধারাটির আয়তন কত ঘনমিটার?
ক. ২৫ খ. ১৫ গ. ৫ ঘ. ৫০
১২. কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?
ক. ২৫৮ খ. ২৭২ গ. ২৪৮ ঘ. ২২৪
১৩. An ordinance is—
ক. a law খ. a newspaper গ. a manuscript ঘ. a book
১৪. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. চাঁদ মুখ যার খ. চাঁদের মত দেখতে মুখ
গ. চাঁদ রূপ মুখ ঘ. চাঁদ মুখের ন্যায়
১৫. The word ‘respond‘ is—
ক. a noun খ. an adverb গ. an adjective ঘ. a verb
বিগত বছরের সকল প্রশ্ন ও সমাধান পেতে আমাদের WhatsApp এ নক করুন।