SSC and Dakhil Vocational 2020 Chemistry 2 Question

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

এস এসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা, ২০২০

বিষয়: রসায়ন বিজ্ঞান-২ (সৃজনশীল)

ক বিভাগ

০১. নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

F
LI Be

ক. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ।

খ. গ্রুপ-২ এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন?

গ. উদ্দীপকের মৌল তিনটির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের পর্যায় ও গুপের প্রথম মৌল দুটি উচ্চুমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন-যুক্তি দাও।

০২. নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

A, B, C ও D চারটি প্রতীকী মৌল, এদের ইলেকট্রন বিন্যাসে তিনটি শক্তিস্তর রয়েছে এবং এদের যোজনী ইলেকট্রন যথাক্রমে 1, 4, 6 ও 7।

ক. মুদ্রা ধাতু কী?

খ. অবস্থান্তর মৌল বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে ছোট? ব্যাখ্যা কর।

ঘ. A ও D মৌলের আয়নিকরণ শক্তির তুলবামূলক বিশ্লেষণ কর।

 

রসায়ন ২ এর বিগত বছর গুলোর সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান পেতে আমাদের WhatsApp এ নক দাও। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *